
শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার জন্যে রোববার চাঁদপুর শহরে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইলিশ চত্বর ও পালবাজারে দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ কাজে মোবাইল কোর্টকে সহযোগিতা করে ব্যাটালিয়ান আনসার সদস্যগণ ও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকবৃন্দ। অভিযানে ৯০টি মামলায় ৯০ জনকে মাস্ক না পরায় মোট ১১,২০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও ইমরান মাহমুদ ডালিম।
মোবাইল কোর্ট চলাকালীন কার্যক্রম মনিটরিং ও জনগণকে সচেতন করার জন্য জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ইলিশ চত্বরে উপস্থিত ছিলেন। তিনি নিজেও রাস্তায় দাঁড়িয়ে জনগণকে সচেতন করেন। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।