অভিজিত রায়
অাবদুল্লাহ-অাল হাসিব চাঁদপুর হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ম স্থান অধিকারী মেধাবী ছাত্র। সে এ বছর জেএসসি পরীক্ষা ২০১৭ এ গোল্ডেন এ প্লাস পেয়ে সকলের মুখ উজ্জ্বল করে উত্তীর্ন হয়েছে।
সে বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খাদী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। তার পিতা মোঃ হারুন-অর রশিদ ও মাতা বিলকিছ। সে তার এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য শিক্ষক, পিতা-মাতা ও চাচুদের কাছে চীর কৃতজ্ঞ। বিশেষ করে গণি অাদর্শ দ্যিালয়ের সিনিয়র শিক্ষক চাচ্চু তাজুল ইসলামের কাছে কৃতজ্ঞ। সকলের কাছে অারো ভালো ফলাফল ও উজ্জ্বল জীবন গঠন করার লক্ষে দোয়া প্রার্থী। এর পূর্বেও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উদয়ন শিশু বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।