ঘূর্ণিঝড় �হুদহুদ� সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে সমুদ্র উত্তাল অবস্থায় আছে। আর সে প্রভাবে গতকাল সোমবার দুুপুরে চাঁদপুরসহ সারাদেশেই ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে বজ্রপাতও ছিলো। বজ্রপাতে শাহ্রাস্তিতে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী মারা গেছে। একই ঘটনায় তার বড় বোনও গুরুতর আহত হয়েছে। তবে বাংলাদেশে হুদহুদ�র প্রভাব এখনো কাটেনি। তাই আজো চাঁদপুরসহ সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে। চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদ গত রোববার ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছে। সে প্রভাবে বাংলাদেশের সমুদ্র অঞ্চলগুলো উত্তাল হয়ে উঠে। সমুদ্রে পানির উচ্চতা ১ থেকে দেড় ফুট বেড়েছে। আর তাই গতকাল প্রায় সারাদেশে ভারী বৃষ্টি হয়েছে। চাঁদপুরে বেলা সোয়া ১২টায় বৃষ্টি শুরু হয়। একটানা চলে ২টা ৫মিনিট পর্যন্ত। বৃষ্টি হয়েছে মুষলধারে অত্যন্ত ভারী। সাথে বজ্রপাতও ছিলো। বৃষ্টির ঘনত্ব এতটাই প্রবল ছিলো যে, দশ মিনিটের বৃষ্টিতেই রাস্তা-ঘাট সব ডুবে গেছে। ড্রেন বা নর্দমা উপচে পড়েছে পানি। চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লিয়াকত আলী চাঁদপুর নিউজকে জানান, চাঁদপুরে প্রায় দুই ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় হুদহুদ�র প্রভাবে চাঁদপুরে এই ভারী বৃষ্টিপাত। দেখা গেছে যে, এই দুই ঘণ্টার বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে একাকার হয়ে যায় এবং বাসাবাড়ি ও দোকানপাটেও বৃষ্টির পানি ঢুকে গেছে। কয়েক ঘণ্টা মানুষ পানিবন্দী ছিলো। বৃষ্টি বন্ধ হওয়ার পর অবশ্য পানি নেমে যায়। লিয়াকত আলী আরো জানান, হুদহুদ�র প্রভাব এখনো কাটেনি। আজো বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
আমাদের শাহ্রাস্তি ব্যুরো ইনচার্জ জানান, শাহ্রাস্তিতে বজ্রপাতে এক বোন নিহত ও অপর বোন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আবদুল করিমের কন্যা আয়েশা আক্তার (১৪) বজ্রপাতে নিহত হয়েছে। নিহতের বড় বোন আমেনা আক্তারও (১৬) ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে।
আহত আমেনা আক্তার জানান, তারা দু বোন পার্শ্ববর্তী বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে তাদের নিজ বাড়ি হোসেনপুর তালুকদার বাড়িতে আসার পথে আকস্মিক তাদের উপর বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলে ছোট বোন আয়েশা আক্তার নিহত হয়। আমেনা আক্তার আরও জানান, ছোট বোনকে জড়িয়ে ধরতে গেলে তাৎক্ষণিক আমিও আহত হই।
গুরুতর আহত আমেনা আক্তার বর্তমানে শাহ্রাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত আয়েশা আক্তার হোসেনপুর গাউছিয়া হাসেমিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী। তার মৃত্যুতে হোসেনপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।