
থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে এই তেল আনা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এজেন্ডা সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকার মতো। এতে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। সুপারিশকৃত দরদাতা হিসেবে নাম রয়েছে থাইল্যান্ডের ক্রপওয়ার্ড কোম্পানি লিমিটেডের।
অর্থ মন্ত্রণালয়ের ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার অবগত রয়েছে। এ ছাড়া, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার কাজ সম্পন্ন করা হবে।
আইপিএল প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন নয় যে, দয়া-দাক্ষিণ্য করে মোস্তাফিজকে নেওয়া হয়েছে। মোস্তাফিজ একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। এটা দুদেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ।’
