সাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবসমাজ পত্রিকাসহ কয়েকটি পত্রিকা উপজেলা তথা চাঁদপুর জেলাবাসীর কাছে উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে হাজীগঞ্জ স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তার প্রকৃত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, বিগত ১২জুন ২০১১ইং তারিখে ইউনিয়নবাসীর বিপুল ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচনে প্রতিদ্বন্ধী করতে গিয়ে ২/১ জন চেয়ারম্যান পরাজিত প্রার্থী আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। এমনকি তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। তা ছাড়া পরাজিত প্রার্থীরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে অবশেষে পরাজিত হয়ে তারা কিছু সংবাদকর্মীকে দিয়ে আমার সুনাম নষ্ট করার জন্য পত্র পত্রিকায় বেচে নেয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন পত্র পত্রিকায় এল.জি.এস.পি, টি.আর প্রকল্পের হরিলুট হয়েছে বলে কাল্পনিক সংবাদ পরিবেশন করে। যদিও ২/১টি তথ্য প্রমান দিয়ে তারা সংবাদের সত্যতার প্রমাণ করতে চেয়েছে কিন্তু সেগুলোও ছিল একান্ত মিথ্যা। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের এলজিএসপি অথবা টিআর এর কোন প্রকল্প কমিটির সাথে আমি যুক্ত নই। প্রকল্প কমিটিগুলো করা হয়েছে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারদের সমন্বয়ে। তবে সেক্ষেত্রে উক্ত কমিটিগুলো তাদের দ্বারা সম্পাদিত সকল কাজ শতভাগের চেয়েও বেশি করে নিজেদের পকেট থেকে গচ্ছা দিতে হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন রয়েছে কিন্তু শুধুমাত্র আমার ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় ভাড়া ঘরে আমি পরিষদের কার্যক্রম চালিয়ে আসছি এবং ভূমি উন্নয়ন হস্তান্তরের ১% করের টাকা দিয়ে ও আমার নিজের ফান্ড থেকে ১ লক্ষ ৪৩ হাজার টাকা দিয়ে পরিষদের একটি ঘর নির্মাণ করি। বর্তমানে উক্ত ঘরে পরিষদের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিগত অর্থ বছরে এমপি মহোদয়ের বিশেষ বরাদ্ধের টিআরএর সকল টাকা ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ কর্তৃক আত্মসাৎ করা হয়েছে। যাহার মৌখিক অভিযোগ উপজেলা প্রকল্প কর্মকর্তার কাছে দেওয়া আছে। প্রয়োজনে আপনারা তা যাচাই-বাচাই করে সত্যতা পাবেন। ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন জানান, আপনাদের আমানতে আমি নির্বাচিত হয়েছি। আপনাদের আমানত রক্ষা করব ইন্শাল্লাহ। যদি আমার কোন কাজের অনিয়ম প্রমাণিত হয় তাহলে আমি তাৎক্ষনিক চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করব।
শিরোনাম:
বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২১ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
