প্রতিনিধি
চাঁদপুর জেলা অটো বাইক পরিবহন মালিক সমিতির এক প্রতিবাদ সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তালতলা তপাদার মঞ্জিল ভ্যাট অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সম্প্রতি জেলা আইন-শৃঙ্খলা সভায় চাঁদপুর শহরের ষোলঘর থেকে পুরাণবাজার সেতু পর্যন্ত এলাকায় আগামী ১৬ এপ্রিল থেকে অটোবাইক চলাচল বন্ধে ডিসির নির্দেশ সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়েছে। তাফাজ্জল হোসেন তাফু পাটওয়ারি সভাপতিত্বে ও আঃ কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অটো বাইক পরিবহন মালিক সমিতির সভাপতি মানিক পাটওয়ারি, সাধারণ সম্পাদক রিপন পাটওয়ারি। আরো বক্তব্য রাখেন সমিতির সদস্য মাওঃ আবুল খায়ের, সামছুল ইসলাম, সুমন গাজী, ফজলু, তইয়ব উল্লা।
সমাবেশে বক্তারা বলেন, মালিক সমিতির সাথে কোন ধরণের আলাপ আলোচনা ছাড়াই চাঁদপুর শহর এলাকায় অটো বাইক চলাচল বন্ধ করার যে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে তারা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, এ অটো বাইকের সাথে ২০ হাজার লোকের জীবন-জীবিকা জড়িত। অটো বাইক চলাচল বন্ধ হয়ে গেলে তারা বেকার হয়ে পড়বে। প্রশাসন বিকল্প চিন্তা না করে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা প্রশাসনকে স্পর্শকাতর এ বিষয়টি ভেবে দেখার আহ্বান জানান। শহর সৌন্দর্য রাখার দায়িত্ব আমাদের সকলেরই। কিন্তু অটোবাইক বন্ধ করে দুর্ঘটনা-যানজট নিয়ন্ত্রন সম্ভব হবে না। অটোবাইক স্বল্প পুঁজির মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং যাত্রী সাধারণের সুবিধার্থে সহজ সেবা দিয়ে আসছে। এ পরিবহন বন্ধ করে দেয়া হলে এর সাথ জড়িত সবাইকে পথে বসতে হবে। শহরে যানজটের জন্য বক্তারা পৌরসভার ব্যর্থতাকে দায়ী করে বলেন, রাস্তা প্রশস্ত না করে, ফুটপাত দখলমুক্ত না রেখে, শহরের রাস্তার পাশে বাড়ির ফুলের বাগানগুলোতে দোকানপাট গড়ে তুলেছে, স্কুল-কলেজ চলাকালীন সময় ভারি যানবাহনসহ বিভিন্ন গাড়ির চলাচল করছে সেদিকে লক্ষ্য না রেখে মূলত শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও বক্তারা অটোবাইকের যাত্রী পরিবহনের বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে বলেন, শহরবাসী কম পয়সায় সহজ যাতায়াতে ইজি বাইকে উঠতে পছন্দ করে। সভায় ১৬ এপ্রিল থেকে অটোবাইক বন্ধে ডিসির নির্দেশ সংক্রান্ত ঘোষণার প্রতিবাদে নতুন কর্মসূচি হাতে নেয়া হয়। আগামী ১৩ এপ্রিল রোববার সকাল ১০টায় চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। যার অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র চাঁদপুরকে দেয়া হবে।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।