মিজানুর রহমান রানা
অনুমোদন ছাড়াই চাঁদপুরে আয়শা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের রোগী নিয়ে প্রতারণা ব্যবসা শুরু হয়েছে।
জানা যায়, শুধু চাঁদপুরই নয়, সারাদেশেই জনগণকে নিয়ে একশ্রেণির ডাক্তারদের এবং ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর প্রতারণা বাণিজ্য করে আসছে দীর্ঘদিন ধরেই। এ নিয়ে বহু লেখালেখি করেও এদের বিরুদ্ধে কোােনা ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্ট কর্র্তৃপ। স্বাস্থ্য বিভাগের এ কোন কেরামতি প্রতিষ্ঠান শুরুর পূর্বে অনুমোদন নিতে হয় না, শুরুর দু’চার বছর পরে অনুমোদন মিলে। আর ইতিহাসের পাতায় অনুমোদন মেলে না এমন কোানো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার নেই। সরকারি বেঁধে দেওয়া নিয়ম মানুক বা না মানুক সেটি কোােনা সমস্যা নয়। শুধু ঊর্ধ্বতন কর্তৃপকে খুশি করতে পারলেই চলে। তেমনি একটি আয়শা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। এ চাঁদপুর শহরে এমন বেশ ক’টি সাজানো গোছানোা ডায়াগনস্টিক সেন্টার এবং দু’তিনটি হাসপাতাল রয়েছে যেগুলো দীর্ঘ তিন থেকে ৫ বছর যাবত চলছে তো চলছেই, শুধু অনুমোদন পাওয়ার জন্য একটি দরখাস্ত দিয়ে এ প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি আর এতে সহযোগিতা করে আসছেন সংশ্লিষ্ট বিভাগের দু’একজন কর্মকর্তা।
জানা যায়, আগামী ১১ সেপ্টেম্বর চাঁদপুর শহরের স্ট্যাডিয়াম রোডস্থ ৯/০০ নং হোল্ডিংয়ে চাঁদপুর আয়শা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোূধন হতে যাচ্ছে। উদ্বোধনকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানের উদ্যোগে জেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং, লিফলেট, পোস্টার করে প্রচার চালিয়ে যাচ্ছে। প্রচারে উল্লেখ আছে, ফ্রি মেডিকেল ক্যাম্প। সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ। তাও নাম লেখাতে হবে তিন থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে। ওই প্রতিষ্ঠানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুধু তাই নয়, ছাপানো লিফলেট ও পোস্টারে ১৩টি বিভাগের রোগীর চিকিৎসা উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, ফ্রি মেডিকেল ক্যাম্প উপলে সকল পরীায় বিশেষ ছাড় আবার প্রশ্ন বোধক চিহ্নও রয়েছে। নিচের কলামে সকল প্যাথলজি পরীায় ৩০ %, রেডিওলজি পরীায় ১৫% ছাড় দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, এ ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার পরীার েেত্র বিশেষ ছাড় এটি সবগুলো কি নিয়মমাাফিক চলবে আর না নিয়মের বাইরে চলে যাবে? ইতিহাসের পাতায় নিয়ম মোতাবেক এসকল কাজ হয়েছে এমন কোােনা রেকর্ড আজো নেই। যে সকল বিশেষ ছাড়ের কথা এ ছাড়গুলো সরকারের নির্দেশিত মূল্য তালিকা অনুযায়ী কি রোগীদের কাছ থেকে আদায় করা হবে? সংশ্লিষ্ট ডাক্তার কি তার পছন্দের বা নিজের অংশীদারিত্ব হাসপাতালে রোগীকে ভর্তি হওয়ার পরামর্শ দিবেন বা তার নির্দেশিত হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানাবেন?
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।