শাহরিয়ার খান কৌশিক ॥
গত ১৩ দিনের অবরোধে চাঁদপুরে ২০ দলীয় জোটের চলমান অবরোধের সহিংসতায় বিভিন্ন থানায় এ যাবৎ মোট মামলা হয়েছে ৩৩ টি। এসব মামলায় চিহ্নিত ও অজ্ঞাত সহ আসামীর তালিকায় রয়েছে প্রায় ৪ হাজার। চাঁদপুরে শতাধিক জনসাধারন সহ ৩২ জন পুলিশ আহত হয়েছে। এবং চাঁদপুর সদরের ঘোষের হাট এলাকায় শাহারাস্থির ঔষধ বিক্রেতা অলোক নামে এক ব্যাক্তি পিকেটারদের হামলায় নিহত হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে ২ কোটি টাকার উর্ধ্বে। প্রায় ১৪ দিন একটানা অবরোধ চলছে। গত ৫ই জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবসে নয়া পল্টনে ২০ দলীয় জোটের কালো পতাকা সমাবেশ করতে না দেওয়ায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে সারা দেশে একনাগারে অবরোধ কর্মসূচি দেয় বিএনপি সহ ২০ ২০ দলীয় জোট। সে কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষে এবং ৭ দফা দাবী আদায়ের জন্য রাজপথে সারাদেশের ন্যায় চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে গাড়ী ভাংচুর , গাড়ী পোড়ানো, সড়কে অগিাœ সংযোগ ও পুলিশের উপর হামলার চালাচ্ছে অবরোধকারীরা। পুলিশ সুত্রে জানাযায়, অবরোধ চলাকালে এ যাবৎকালে মোট ৩৩ টি মামলা হয়েছে। এবং এসব মামলায় নামে বেনামে প্রায় ৪ হাজার আসামী তালিকা ভুক্তি রয়েছে। এদের মধ্যে ১১৬ জন আসামী আটক করা হয়েছে।মামলাগুলোর মধ্যে চাঁদপুর সদরে ১২ টি, হাজীগঞ্জে ১১ টি, কচুয়ায় ২ টি, শাহারাস্থি ২ টি, ফরিদগঞ্জে ৬ টি মামলা হয়েছে। মতলব উত্তর , মতলব দক্ষিন ও হাইমচর থানায় কোন মামলা হয়নি। মামলাএছাড়া প্রকাশ্য এবং চোরা গোপ্তা হামলায় ৩২ জন পুলিশ সহ শতাধিক গুরুতর আহদ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। চলমান এ সহিংশতায় যেসব মানুষ গুরুতর আহত হয়েছে তাদের মধ্যে অনেকেই কোনরকম প্রাণ নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। এছাড়া বাকি অনেকেই স্থানিয় স্বস্থ্য কমপ্লেক্স এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবরোধ চলাকালে যারা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে চাঁদপুর সদরের ঘোসের হাট,বাবুরহাট, চাঁনথার দোকান, মতলব রোডের মাথা, হাজী গঞ্জের বাকিলা, দেবপুর, টোরাগর এলাকাতেই অধিকাংশরা পিকেটারদের চোরাগুপ্ত্া হামলার শিকার হয়। এসব এলাকায় নাশকতা রোধে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পুলিশের অভিযান চলাকালে পিকেটারদের হামলার শিকার হয়ে অনেক পুলিশ আহত হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রসে কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশ সুত্রে আরো জানাযায়,এ যাবৎকালে অবরোধকারীদের হামলায় ৩২ জন পুলিশ গুরুতর আহত হয়েছে। যাসবাহনভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।