চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকা হতে অবৈধভাবে মালয়েশিয়া গমনের সময় একটি ইঞ্জিন চালিত বোটসহ ২০জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফ্লোটিলার ‘এন্টি স¥াগলিং সেল’। সোমবার (২৭-১০-২০১৪) বাংলাদেশ নৌবাহিনীর ‘এন্টি স¥াগলিং সেল’ এর ০৫ সদস্যের একটি দল চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় টহল প্রদানকালে ০৭জন ক্রুসহ ০১টি দেশীয় ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং অবৈধভাবে মালয়েশিয়াগামী ১৩জন বাংলাদেশী নাগরিক আটক করে। বোটসহ জব্দকৃত অবৈধ মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃত বোটের ক্রু এবং অবৈধভাবে মালয়েশিয়াগামী বাংলাদেশীদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বোট ও অন্যান্য মালামাল ২৮ অক্টোবর ২০১৪ তারিখে কাষ্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নৌবাহিনীর এন্টি স¥াগলিং সেলের সদস্যদের দ্বারা পরিচালিত নিয়মিত এ অভিযানের ফলে চট্টগ্রামের বহিঃনোঙ্গরসহ আশেপাশের এলাকাগুলোতে অবৈধ অনুপ্রবেশ, ডাকাতি, চোরাচালান ও মানবপাচার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।