মনিরুজ্জামান বাবলু
হাজীগঞ্জ উপজেলায় এনজিও’র কিস্তি দিতে না পারায় স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে গৃহবধু বেবি বেগম (৩০)। সে পৌর এলাকার কংগাইশ গ্রামের আটিয়া বাড়ীর ইয়াছিনের স্ত্রী। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহআলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক অভাবের তাড়নায় গৃহবধু আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকেলে ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ীর লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে আসে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আসাদুজ্জামান সৌরভ তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ও দুপুরে কিস্তির টাকা নিয়ে স্বামী না আসায় বিকেলে স্বামীকে খুঁজতে বের হয়। পরে চাঁদপুর-লাকসাম রেললাইনের পাশে (টোরগড় এলাকায়) জুয়া খেলা অবস্থায় দেখতে পায়। কিস্তির টাকা না দিয়ে জুয়া খেলায় স্বামীকে দেখে অভিমান করে এই গৃহবধু আত্মহত্যার পথ বেচে নেয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই সমীর দত্ত হাসপাতাল থেকে গৃহবধুর মৃতদেহ থানায় নিয়ে আসেন।
গৃহবধুর বোন সাহিদা বেগম জানায়, তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। কয়েকদিন যাবত কিস্তির টাকা দিতে পারেনি।
স্বামী ইয়াছিন জানান, তিনটি এনজিও থেকে ঋণ উত্তোলন করেন। এনজিও গুলো হলো ব্রাক, আশা ও এসএসএস। এগুলো থেকে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ৩০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা ঋণ উত্তোলন করা হয়।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, গৃহবধুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।