চাঁদপুর সদর উপজেলার ১০নং মৈশাদি ইউনিয়নের হামানকদ্দিতে শিব লিঙ্গের আর্বিভাব ঘটেছে। হামানকদ্দি গ্রামের হরকৃষ্ণ দাসের বাড়ির (ধোপা বাড়ি) রিপন সাহার স্ত্রীর স্বপ্না রানীর উপর দেবতারা ভর করে তার মাধ্যমে ঐ শিব লিঙ্গ মন্দিটির আর্বিভাব ঘটেছে বলে দাবি করেছেন সনাতন ধর্মালম্বী শিব ঠাকুর ভক্তবৃন্দ। অলৌকিক ঐ শিব লিঙ্গটি দেখতে প্রতিদিন শত শত নারী পুরুষ ভির জমাচ্ছে প্রয়াত হরে কৃষ্ণ দাসের বাড়িতে। বর্তমানে অলৌকিকভাবে আর্বিভাব হওয়া শিব লিঙ্গটি ঘিরে পূজা অর্চনা চলছে। স্বপ্না রানীর স্বামী রিপন সাহা জানায় আমার, স্ত্রীর উপর প্রায় ৩ বছর ধরে দেবতারা ভর করত। এতে করে স্বপ্না রানীর কাছে হিন্দু ধর্মালম্বী ভক্তরা প্রায় প্রতিদিন আসা যাওয়া করত। স্বপ্না রানী ভক্তদের আর্শিবাদ করে দিলে তারা বিভিন্ন সমস্যা ও রোগ মুক্তি থেকে আরোগ্য লাভ করত। গত ৩ নভেম্বর রাত ১০টার দিকে ধ্যনে বসা অসস্থায় স্বপ্না রানীর মাধ্যমে শিব ঠাকুর আমাদের জানায় তোদের বাড়িতে আমার আর্বিভাব। খুজে দেখ বাড়িতে একটি ঘটেছে। বাবার কথা শুনে আমরা ভক্তবৃন্দরা বাড়িতে খোজাখুজি শুরু করি অনেক খোজাখুজির পর – চন্দ্রের ঘরের সামনে শিব লিঙ্গের উপরের অংশ দেখতে পাই সাথে সাথে আমরা বাবার কাছে (স্বপ্না রানীর) গিয়ে তাকে কৃতজ্ঞতা জানিয়ে শিব লিঙ্গের কাছে এসে উলুধ্বনী দিয়ে প্রদিপ জ্বালিয়ে দিলে সম্পূর্ন আলোকিত ভাবেই শিব লিঙ্গটি ধিরে ধিরে মাটির ভেতর থেকে সম্পূর্নকারে বেরিয়ে আসে। আমরা উপস্থিত সভাই ঠাকুরের চরনে লুটিয়ে পরে প্রনাম জানাই। এই আলোকিত ঘটনায় প্রত্যক্ষদর্শী স্বপ্না রানীর শ্বশুর জীবন কৃষ্ণ তিনি ও একই কথা জানান। তবে বাড়ির অন্যানদের সাথে জানতে চাইলে তারা বলেন আমরা শিব লিঙ্গটি উঠতে দেখি নি তবে এখানে আগে কোন শিব লিঙ্গ ছিলো, ঐ স্থানটি লতাপাতা ছিল। ঐ বাড়ির মুরব্বি গোপাল চন্দ্র দাস জানান বিষয়টি আমরা জেলা হিন্দু বৌদ্ধ ঐক্যপরিষদের সভাপতি এড. বিনয় ভুষন মজুমদার ও অন্যান্য নেতাবৃন্ধকে অবগত করছি। এবং সুজিত রায় নন্দিকে জানানো হয়েছে তারা আমাদের আস্বস্ত করেছেন। অতি শিঘ্রই তারা শিবলিঙ্গ দেখতে আসবেন। আমরা আপাত শিব লিঙ্গটি রক্ষণাবেক্ষনের জন্য একটি মন্দির নির্মানের চেষ্টা করছি। এদিকে এ বিষয়ের জানতে দেবতা ভর করা স্বপ্না রানীর সাথে দেখা করে কথা বলতে চাইলে তিনি কথা বলা যাবে বলে জানান, তার স্বামী ও ঐ বাড়ির মুরব্বিরা। অনেক বোঝানোর পরে উপস্থিত সকলে অনুমতি দেয়, বাবার (স্বপ্না রানীর) সাথে দেখা করা যাবে তবে কোন কথা বা ছবি তোলা যাবে না। পরে স্বপ্না রানীর কাছে গিয়ে দেখা যায় তিনি একটি ঘরের ভিতর শিব ঠাকুর প্রতিমার সামনে বসে ধ্যান করছেন। তার কাছে আসা ভক্তদের তিনি বিভিন্ন ধরনের উপদেশ মূলক বানী শুনাচ্ছেন। তবে বিষয়টি সত্য না মিথ্যা তা কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন বলে দাবি করেছে গ্রামের অন্যান্য ধর্মের লোকজন। তাদের দাবি কেউ যাতে ধর্ম নিয়ে ব্যাবসা না করে। ধর্মের প্রতি অতি দুর্বল হিন্দু লোকগুলো যাতে প্রতারিত না হয়। নাম প্রকশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন- স্বপ্না রানী এলাকায় কয়েক বছর যাবত কবিরাজি করে আসছিল। তার কবিরাজি ব্যবসা ভাল না হওয়ায় স্বপ্না রানীর স্বামী রিপন ও তার শ্বশুর জীবন সাহা রাতের আধারে মানুষের তৈরি শিব লিঙ্গটি স্থাপন করে গ্রামের মানুষের বোকা বানাতে চাচ্ছে।
শিরোনাম:
আরও সংবাদ
ফেইক নিউজ! পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।
অনলাইন চাঁদপুর নিউজ যা www.chandpurnews.com এবং facebook.com/onlinechandpurnews এই দুটি লিংক হতে প্রচারিত হয়। যেখানে ফেসবুক এ... বিস্তারিত
শ্রমজীবীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করলেন চেয়ারম্যান…
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে বাবুরহাটের মতলব রোড ও চাঁদপুর... বিস্তারিত
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে মারা গেলেন অটোচালক
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে... বিস্তারিত
টাকার সঙ্কটে ভর্তুকির দায় শোধ হচ্ছে বন্ডে
অর্থ সঙ্কটের কারণে সরকার বিদ্যুৎ ও সারের ভর্তুকির দায় পরিশোধ করতে পারছে না। এ দায় পরিশোধে... বিস্তারিত
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।