স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ষোলঘর পাকা মসজিদ সংলগ্ন শেখ বাড়ি রোডের শেখ প্যালেসের ৪র্থ তলায় অ্যাডঃ রেহেনা ইয়াছমিন কচির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। চোরের দল ঘর থেকে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
অ্যাডঃ কচি জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় তিনি তার বাসায় যান। বাসায় গিয়ে দেখেন তার ঘরের দরজার লক ভাঙ্গা। তখন তিনি পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের নিয়ে ঘরে প্রবেশ করে দেখেন তার ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি খোলা এবং ঘরের সবকিছু এলোমেলো। তিনি জানান, আলমারিতে রাখা তাদের আত্মীয়স্বজন এবং ছেলে-মেয়েদের জন্যে রক্ষিত নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় অ্যাডঃ কচি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
খবর পেয়ে বেশ ক’জন আইনজীবী ও পরিচিতজন তাঁর বাসায় দিয়ে তাঁকে সান্ত্বনা দেন। এলাকাবাসী জানায়, পুলিশ সুপারের কার্যালয় থেকে একটু সামনেই পাকা মসজিদ সড়কে এ ঘটনাটি আসলেই দুঃখজনক। এর আগেও একই সড়কে এক সিনিয়র আইনজীবীর বাসায় দিনে দুপুরে এমন চুরির ঘটনা ঘটেছে।