চাঁদপুর শহরের সরকারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেল আকবরি থেকে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাজি আলী জহির এলিনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুর আড়াইটায় তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায় চলতি বছরের ৩০ জুলাই চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবি ইউনিয়নের উত্তর বগুলা কান্দি গ্রামের দেওয়ান বাড়ির মোহাম্মদ আলী দেওয়ানের মেয়ে ফাতেমা আক্তার (১৮) বাদি হয়ে নারি ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। ঐ মামলায় কাজি আলী জহির এলিনকে ওয়ারেন্টের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্র্শক খন্দকার মোহাম্মদ ইসমাইল তাকে আটক করেন। অভিযোগ সুত্রে জানাযায়, ৩০ জুলাই সকাল ৯ টায় ফাতেমা আক্তার হাইমচর ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষে অধ্যায়ন অবস্থায় বাড়ি থেকে কলেজের উদ্যেশে বের হয়। প্রথম ক্লাশ করে তার সহকর্মি কবির গাজির বাবার ঔষধ ক্রয়ের জন্য চাঁদপুরে আসে। কবিরকে সে মামা হিসেবে ডাকতো। তার সরলতার সুযোগ নিয়ে কবির তাকে ঘটনার দিন সকাল সোয়া ১১ টায় সিএনজি স্কুটার যোগে চাঁদপুরে নিয়ে আসে। কালি বাড়ি মোড় আসার পর তার কলেজের সহপাটি আলআমিনকে দেখতে পায়। এ সময় আলআমিন তাকে তার বোনের বাসায় নিয়ে যাওয়ার জন্য বলে। ফাতেমা প্রথমে যেতে রাজি না হলে পরবর্তিতে রিক্সাযোগে তাকে আকবরি হোটেলের ১২ নং কক্ষে নিয়ে আটকে রাখে। কিছু সময় কবির গাজি, আলআমিন, এলিন ও হোটেল ম্যানেজার কৃষ্ণা বাইরে গিয়ে সলা পরামর্শ করে কক্ষের ভিতর প্রবেশ করে তাকে পলাক্রমে ধর্ষন করে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ হোটেল আকবরি থেকে ফাতেমাকে উদ্ধার করে। পরবর্তিতে ফাতেমা বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় নারি ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েল করে। ঐ ঘটনায় কাজি এলিন আদালতে আত্মসমর্পণ করেনি। যার ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কাজি আলি জহির এলিণ হোটেল আকবরির দায়িত্বে থাকা অবস্থায় বহু নারী ও তরুণীর শ্লীলতাহানি করেছে। শুধু তাই নয় কাজি এলিণ এ হোটেলের দায়িত্বে থেকে আকবরি হেটেলকে মাদকের স্বর্গরাজ্য তৈরি করেছে। আজ মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্র্শক খন্দকার মোহাম্মদ ইসমাইল সঙ্গীয় ফোর্স অবশেষে তাকে নিয়ে আটক করতে সক্ষম হয়। এর পূর্বে আকবরি হোটেলের মালিক এলিনের বিরুদ্ধে বেশ অভিযোগ পুলিশ পেলেও তাকে গ্রেফতার করেনি। অবশেষে তাকে ডিবি পুলিশ তাকে আটক করায় জনমনে স্বস্তি ফিরে আসে।