প্রতিনিধি
আগামী কাল মঙ্গলবার থেকে সফর মাসের চাঁদ গণনা শুরু। গতকাল ২৩ নভেম্বর বাংলাদেশের আকাশে কোথায়ও চাঁদ দেখা যায়নি। এতে মহররম মাস ৩০ দিনে পূর্ণ হলো আজ। আগামী ১৭ ডিসেম্বর বুধবার আখেরী চাহার শোম্ভা পালিত হবে।
হিজরী সনের দ্বিতীয় মাস সফর। এ মাসের প্রধান বিষয় আখেরী চাহার শোম্ভা। অর্থাৎ সফর মাসের শেষার্ধে মহানবী (সাঃ) খুবই অসুস্থ হয় পড়েন। সফর মাসের শেষ বুধবার অনেকাংশে সুস্থ হয়ে গোসল করে নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এমনকি ঐদিন মহানবী (সাঃ) নামাজের ইমামতি করেন। এতে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে শুকরিয়া স্বরূপ ইবাদত বন্দেগী, দোয়া মুনাজাত ও দান সদাকাহ করেন।
সে থেকেই সফর মাসের শেষ বুধবার আখেরী চাহার শোম্ভাকে মুসলিম উম্মাহ মহানবী (সাঃ) এর রোগমুক্তি দিবস হিসাবে পালন করে। উল্লেখ্য, আখেরী চাহার শোম্ভা ফার্সি ভাষা এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে- আখেরী মানে শেষ, চাহার মানে চতুর্থ আর শোম্ভা মানে বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবার।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।