চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার ২৩ ডিসেম্বর উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে নানা আয়োজন রয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি, চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজন থাকছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক ব্যক্তিত্ব, চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ, সুধীজন, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে পত্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।