চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ ১৬ অক্টোবর শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা হবে। চাঁদপুর জেলায় ১৬ হাজার ২শ’ ২৭জন পরীক্ষার্থী। এর জন্যে কেন্দ্র নির্ধারণ হয়েছে ১৮টি। কেন্দ্রগুলো চাঁদপুর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায়।
কন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে রোল নাম্বার ১০০০১ হতে ১১৪০০, মোট ১ হাজার ৪শ’, চাঁদপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১১৪০১ হতে ১২৩০০, মোট ৯শ’, পুরাণবাজার ডিগ্রি কলেজ কেন্দ্রে ১২৩০১ হতে ১২৯০০, মোট ৬শ’, বাবুরহাট স্কুল এন্ড কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্র ১২৯০১ হতে ১৪৩০০, মোট ১৪শ’, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৩০১ হতে ১৫৫০০, মোট ১২শ’, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৫০১ হতে ১৬২০০, মোট ৭শ’, আল-আমিন একাডেমী ছাত্র শাখা ১৬২০১ হতে ১৭৪০০, মোট ১২শ’, আল-আমিন একাডেমী ছাত্রী শাখা ১৭৪০১ হতে ১৮১০০, মোট ৭শ’, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় ১৮১০১ হতে ১৮৬০০, মোট ৫শ’, গণি মডেল উচ্চ বিদ্যালয় ১৮৬০১ হতে ১৯১০০, মোট ৫শ’, মধুসূদন উচ্চ বিদ্যালয় ও ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১০১ হতে ১৯৯০০, মোট ৮শ’, ষোলঘর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯০১ হতে ২০৫০০, মোট ৬শ’, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ২০৫০১ হতে ২১৩০০, মোট ৮শ’, হাজীগঞ্জ মডেল কলেজ ২১৩০১ হতে ২২৩০০, মোট ১ হাজার, হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ২২৩০১ হতে ২৩১০০, মোট ৮শ’, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ ২৩১০১ হতে ২৪৬০০, মোট ১৫শ’, মতলব ডিগ্রি কলেজ ২৪৬০১ হতে ২৫৩০০, মোট ৭শ’ এবং মতলবগঞ্জ জেবি হাই স্কুল, মতলব দক্ষিণ কেন্দ্রে ২৫৩০১ হতে ২৬২২৭, মোট ৯শ’ ২৭ জন।
পরীক্ষা ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে : পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কোনো কর্মকর্তা-কর্মচারী, কক্ষ পরিদর্শকের এবং পরীক্ষার্থীর মোবাইল ফোন রাখা যাবে না, জরুরি যে কোনো সংবাদ হল সুপারের টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করতে হবে, প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না, পরীক্ষার্থীকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্র্র অন্য কোনো দ্রব্যাদি যেমন কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানিটিব্যাগ, পার্স, ইলেক্ট্রনিঙ্ ঘড়ি বা যে কোনো ইলেক্ট্রনিঙ্ ডিভাইস ইত্যাদি নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না, যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত কোনো দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করতে হবে এবং ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষক কক্ষ পরিদর্শক বা পরীক্ষা পরিচালনার কোনো দায়িত্বে রাখা যাবে না।