ফাহিম শাহরিন কৌশিক:-
আন্তঃজেলা ডাকাতচক্রের প্রধান আঃ রহমান (৪৫) কে অবশেষে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের জিডি রোডে অভিযান চালিয়ে মডেল থানার দ পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু তাকে গ্রেফতার করতে সম হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনার সাথে আঃ রহমান জড়িত থাকায় তার বিরুদ্ধে ডজন খানিক মামলা হওয়ায় পর দীর্ঘদিন পলাতক থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে।
জানাযায়, চাঁদপুরের সম্প্রতিকালে বেশ কয়েকটি ঘটনায় আঃ রহমান প্রত্য ও পর্যোভাবে জড়িত ছিল। এছাড়া বরিশাল, শরীয়তপুর, কুমিল্লা জেলায় সংগঠিত ডাকাতির ঘটনায় প্রধান হোতা হিসেবে কাজ করে আসছে আঃ রহমান। সে ফরিদগঞ্জ, কুমরারডগী ও সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ও বাগাদী ইউনিয়নে ডাকাতির ঘটনায় সে নেতৃত্বি দেয়। এঘটনায় পুলিশ বেশ কয়েকজন ডাকাত দলের সদস্যদের আটক করার পর গডফাদার আঃ রহমানের নাম জানতে পারে পুলিশ। সে বেশ কয়েক বছর যাবত ডাকাতির করে শহরের জিটি রোড এলাকায় সম্পত্তি ক্রয় করে বিলাসবহুল বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। অবশেষে তাকে গ্রেফতার করায় মডেল থানা পুলিশ এ প্রসশংসনীয় সাফ্যলে জনমতে সত্বি ফিরে আসে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করবে বলে জানা যায়।