মোঃ মাঈনুদ্দিন ভূঁইয়া রনি :বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনাল, সেখানে খেলছে ঢাকা গ্লাডিয়েটরস- চিটাগাং কিংস । টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল চিটাগাং। তাই ঢাকা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে ৯ উইকেটে (এনামুল ৫৮, সাকিব ৪১, আশরাফুল ২৪)। জবাবে চিটাগাং কিংস ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মধ্যে ১৬.৪ খেলে ১২৯ রান করে অল আউট হয়ে যায়। (মাহমুদ উল্লাহ ৪৪, রয় ৪০) এ ছাড়া এর কেও ভালো করতে পারেনি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এমনই এক অনিশ্চয়তার খেলা, তা আবার করে দেখালেন ঢাকা গ্ল্যাডিয়েটরস। আর তাই আবারও শিরোপা তাদের। এটাও একটা দারুণ কৃতিত্বের ব্যাপার। অনিশ্চয়তায় ভরা এই টি-টোয়েন্টি ক্রিকেটে পর পর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা খুব বেশি ঘটে না ।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা গ্ল্যাডিয়েটরস-চিটাগাং কিংস
ঢাকা
২০ ওভার ১৭২/৯ (এনামুল ৫৮, সাকিব ৪১, আশরাফুল ২৪, পোলার্ড ৯, স্টিভেন্স ৮, মাশরাফি ৮, থমাস ৪, কব ৩, দিলশান ২, মোশাররফ ১*; রুবেল ৪/৪৪, তাসকিন ২/২৮, দিলহারা ২/২৯, বোপারা ১/২৮, এনামুল জুনিয়র ০/১৮, মাহমুদ উল্লাহ ০/২২)।
চিটাগাং
১৬.৪ ওভার ১২৯ (মাহমুদ উল্লাহ ৪৪, রয় ৪০, নুরুল ১৪, আরিফুল ১২, জয়সুরিয়া ৫, বোপারা ২, ডেসকাটে ২, দিলহারা ২, এনামুল জুনিয়র ২, রুবেল ১*, তাসকিন ০; থমাস ৩/১৯, মোশাররফ ৩/২৬, মাশরাফি ১/২৫, সাকলাইন ১/৩৪, সাকিব ০/২১)।
ফল : ঢাকা ৪৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোশাররফ হোসেন।
ম্যান অব দ্য টুনামেন্ট : সাকিব আল হাসান।