শওকতআলী:
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪র্থ বঙ্গবন্ধু টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র । জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা আবাহনী ক্রীড়া চক্রকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।আগামী ১৯ মার্চ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরন করবেন দুযোর্গব্যস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ।
ফাইনালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্দান্ত নেন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে মুক্তিযোদ্ধা দল করেন ৯৪ রান ।দলের পক্ষে মাইনুল ২০, বাবু ১৯ ও মেহেদী ১৮ রান করে ।আবাহনীর পক্ষে বল হাতে জনি ৪,ইউনুছ ৩ ও রিয়াদ ২ টি উইকেট নেন ।
আবাহনী ক্রীড়া চক্র ৯৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৮৩ রান করে ।দলের পক্ষে জাভেদ ২৪ ,পলাম ১৮ ও রাফসান ১৬ রান করেন ।মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের পক্ষে মইনুল ৩ ও ইমন ২ টি উইকেট নেন । খেলা পরিচালনা করেন আম্পায়ার বিশ^জিত কর রানা ও রিপন ।
দু দলের খেলোয়াড়রা হলেন ঃআবাহনী ক্রীড়া চক্র ঃ- রাফসান, পলাশ, সাদ্দাম, তোফায়েল, ইউনুছ, হাবিব, রিয়াদ,মোঃ হাবিব, জাভেদ, সজল ও জনি ।
মুক্তিয়োদ্ধা ক্রীড়া চক্র ঃ হিরা ঢালী,সাইফুল ইসলাম,রনি ,সোহাগ, মেহেদী,অলিভ বাবু, ফজলূ, মোরশেদ শাওন,মইনুল,জনি ও ইমন ।
উল্লেখ্য এ টুর্নামেন্টে মোট ১৩ টি দল অংশ নিয়েছিলো ।