শওকত আলী ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজধানীতে প্রথম বাড়ীটি নির্মাণ করতে যিনি প্রথমে ৬ হাজার টাকা ঋণ দিয়েছিলেনÑ সেই নুরুল ইসলাম আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ……রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর।
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক প্রচার উপ-কমিটির আহবায়ক ও ১৩ নম্বর সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন এই নুরুল ইসলাম মজুমদার। শনিবার তাঁর মৃত দেহ নিজ বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধড্ডা মজুমদার বাড়িতে নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলা ও শহর আওয়ামীলীগ ও অংঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, জীবদ্দশায় তিনি অবিবাহিত ছিলেন।