শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর-ঢাকা যাত্রীবাহী আল-বোরাক লঞ্চের পিছন থেকে পানি উঠাতে গিয়ে খোরশের আলম(৬০) নামে এক যাত্রী নদীতে পড়ে যায়। রোববার বিকেল ৪ টা ২০ মিনিটে তিনি নামাজের ওজুর পানি বালতি দিয়ে উঠাতে গিয়ে এই ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়ার পর সাদিয়া-নাদিয়া নামের একটি ট্রলারের শ্রমিকরা তাকে দেখতে পেয়ে ধলেরশরী নদী থেকে উদ্ধার করার পর পূনরায় আল-বোরাক লঞ্চে উঠিয়ে দেয়।
জানা যায়, চাঁদপুর ফরিদগঞ্জের গৃদকালিন্দী মিজি বাড়ির খোরশের আলম ঢাকা টঙ্গী বিশ্ব এজতেমায় যাওয়ার পর মুনাজাত শেষে চাঁদপুর আসার উদ্দেশ্যে রওনা হয়। তিনি চাঁদপুর গামী আল-বোরাক লঞ্চে উঠে লঞ্চ ছাড়ার পর আছরের নামাজ পড়তে অজু করার
জন্য পিছনে যায়। কিন্তু লঞ্চে অজু করার কোন পানি না থাকায় খোরশের আলম বালতি দিয়ে পানি নদী থেকে উঠাতে যায়। এসময় তিনি লঞ্চের পিছন থেকে পড়ে গিয়ে ডাকচিৎকার করতে থাকে। পানিতে পড়ে যাওয়ার সময় অপর যাত্রী চাঁন্দা ইলামপুরের ইলিয়াশ দেখতে পেয়ে দৌড়ে লঞ্চের ৩য় তলায় গিয়ে মাষ্টারকে ঘটনাটি জানায়। সাথে সাথে লঞ্চটি থামিয়ে পিছন দিকে নিয়ে যাওয়া হয়। পরে নদী থেকে খোরশের আলমকে টলারের শ্রমিকরা উদ্ধার করে লঞ্চে উঠিয়ে দেয়। এসময় লঞ্চের উপর থেকে শত শত যাত্রী দেখার জন্য ভীড় জমায়। পরে উদ্ধার করা যাত্রীকে লঞ্চের ষ্টাফরা দেখাশুনা করে সুস্থ করে তুলে। লঞ্চ কতৃপক্ষ সময় মত লঞ্চটি থামানোর কারনে পড়ে যাওয়া যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।