স্টাফ রিপোর্টার
চাঁদপুর-ইচুলী নৌ-রূটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বর্ষা মওসুমে ডাকাতিয়া নৌ চ্যানেলে পানি বাড়তি থাকায় পুরাণবাজার-নতুন বাজার সেতুর সাথে লঞ্চের মাস্তুল ঠেকে যেতো। এ কারণে এরূটের লঞ্চগুলো গত দু’মাস যাতায়াত বন্ধ রাখে কর্তৃপক্ষ। এখন পানি কমে যাওয়ায় সেই সমস্যা কেটে গেছে।
বিআইডবিস্নউটিএ চাঁদপুর উপ-পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা মোস্তফিজুর রহমান জানিয়েছেন গত ১৪ অক্টোবর থেকে ঢাকা-চাঁদপুর-ইচুলী ও ইচুলী-চাঁদপুর-ঢাকা এই নৌ-রূটে আগের মত নিয়মিত লঞ্চ চলাচল করছে।