শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপির ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শাহরাস্তি-হাজীগঞ্জের বিএনপির প্রতিনিধি দল দু’উপজেলা বিএনপির কমিটি গঠন সংক্রান্ত বিরোধ নিরসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার শাহরাস্তি-হাজীগঞ্জ প্রতিনিধি দলকে বলেন শাহরাস্তি-হাজীগঞ্জের বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে এ দু’উপজেলা বিএনপিকে পুনর্গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, ইঞ্জিনিয়ার মমিমুল হকের নির্দেশ ও পরামর্শক্রমে শাহরাস্তি-হাজীগঞ্জের বিএনপি সহ সহযোগি অঙ্গ-সংগঠনগুলো পুনর্গঠন করতে দু’উপজেলার বিএনপির প্রতিনিধি দলকে নির্দেশ দেন।
এছাড়া দু’উপজেলার বিএনপির প্রতিনিধি দল গত ২৫ অক্টোবর বিএনপির যুগ্ম মহা-সচিব মোঃ শাহজাহানের সঙ্গো সাক্ষাৎ করেন।
এ সময় শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আব্দুর রহমান মিয়াজী, শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি শহীদ উল্লাহ কায়সার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী।