শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরের কৃতী সন্তান আরিফুল ইসলাম রাজনের কন্ঠে জনপ্রিয় কিছু গীতিকার ,সুরকারদের লেখা ও সুরে এবার ঈদুল ফিতরের আসছে চারটি মিষ্টি গানের মন মাতানো একটি একক এলব্যাম। চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের তরুন কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজনের কন্ঠে গত মাসের শেষে মুক্তী পেয়েছে তার একক এলব্যাম ”ভুলিনি তোরে”। জানা যায়, তরুন কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজনের ”ভুলিনি তোরে” এলব্যামটি অনলাইনে সহ সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার শ্রোতা মহলকে উপহার দিতে জাচ্ছেন তার এই নতুন এলব্যাম।
শিল্পি বলেছেন, এলব্যামটিতে একটি ডুয়েট গান রয়েছে। গানটিতে সহ শিল্পি হিসেবে ছিলেন জনপ্রিয় কন্ঠ শিল্পি শিলা মনি। এলব্যামের মিষ্টি কথার গানগুলো লিখেছেন এবং সুর করেছেন এই প্রজন্মের কিছু জনপ্রিয় গিতিকার ও সুরকার। তারা হচ্ছে এন এম সবুজ, এম এ মোক্তার মুরাদ,এস আই কাঞ্চন ও এম এস ইসলাম শিমুল। এলব্যামটির সঙ্গীত পরিচালনা করেছেন এই প্রজন্মের জনপ্রিয় সংঙ্গীত পরিচালক এপি তুষার।
কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজন তার এলব্যামটি নিয়ে সে দারুন ব্যস্ত সময় পাড় করছে। তাই এবারের ঈদে ”উড়– উড়– মন” শিরোনামে তার এই এলব্যমটি সিডি চয়েজ এর ব্যনার থেকে মুক্তি পেতে যাচ্ছে।
তরুন এই কন্ঠ শিল্পীর পাগল করা কন্ঠে গানগুলো শ্রোতাদের মন কাড়বে বলে কন্ঠশিল্পী আরিফুল ইসলাম রাজন ও গ্রীতিকার বৃন্দগন আশা ব্যক্ত করেছেন।