ব্যবসাবাণিজ্যের জন্য চাঁদপুরে একটি শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পৌরসভাটিকেও একটি পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে হবে। চাঁদপুরের চারদিক থেকে যোগাযোগব্যবস্থা ভালো। এর পরও কেন এ শহরটি উন্নত হবে না। শহরের রাস্তাঘাট প্রশস্ত করতে হবে। আমরা দুই মন্ত্রী আছি, এর পরও কেন হবে না চাঁদপুরের উন্নয়ন। আমরা এলাকার উন্নয়ন চাই, মানুষের উন্নয়ন চাই। গত বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্যমী নারী এসএমই মেলার সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।
তিনি দ্রব্যমূল বৃদ্ধির কারণ সম্পর্কে বলেন, এটি বাংলাদেশের হাতে নেই। আমদানিকৃত দ্রব্যমূল্যের দাম বেড়েছে। যুদ্ধ পরিস্থিতি থেমে গেলেই দ্রব্যমূল্যের দাম কমে আসবে। তিনি বলেন, বিদেশে গম, ডাল, চাল ইত্যাদি খাদ্যশস্যের দাম বেড়েছে ৩২ ভাগ। পাশাপাশি ভোজ্যতেলের দাম বেড়েছে কয়েকগুণ। তাই এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সরকারের কিছু করার নেই। তবে সরকারের যেটা করার রয়েছে, এটি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ভ্যাট-ট্যাক্সও উঠিয়ে দিয়েছে। সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৩৬ দশমিক ৩ ভাগ নারী কর্মে নিয়োজিত। আমরা এটি ৪০ ভাগে উন্নতির চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের বাজেটের ৩৩ শতাংশ ব্যয় হয় নারী উন্নয়নে। অর্থাৎ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, তা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের উপ-সম্পাদক মিজান মালিক। তিনি বলেন, চাঁদপুরকে পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে হবে। এটা একজন চাঁদপুরবাসী হিসেবে আমার প্রথম চাওয়া। তবে সরকার এই মহতী উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়ায় পরিকল্পনা প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তিনি বলেন, আজকের এই সেমিনারে নারী উদ্যোক্তাদের উপস্থিতি আত্মনির্ভরশীল হতে এক ধাপ এগিয়ে নেবে বলে আমি বিশ^াস করি। তবে এ ধরনের উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতা আমরা করব। অতিধির বক্তব্যে চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, চারদিক থেকে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো। এই শহরটিকে ঘিরে অনেক পরিকল্পনা আছে। তিনি চাঁদপুরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে নিজে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শিল্পচূড়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সেলিম, নারী উদ্যোক্তা ফজিলাতুন্নেছা, জুঁই ও নাজমা আলম।