চাঁদপুর: জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী দরবার শরিফ ঈদগাহ প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। রফিকুল ফরাজীকান্দী গ্রামের বাসিন্দা। তিনি একটি দরজির দোকানে বসা অবস্থায় দুই পক্ষের সংঘর্ষের শিকার হয়ে মারা যান।
ফরাজীকান্দী ইউনিয়ন পরিষেদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ফরাজীকান্দী দরবার শরিফের পীর সাইক মাঞ্জুর আহম্মেদ মারা যাওয়ার পর দুটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষে পীরের ভাইয়ের অনুসারী আর অন্য পক্ষে পীরের সন্তানদের অনুসারীরা।
মতলব থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, কয়েক বছর ধরে ইমামতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। একে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।