স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে উদ্ভাবনী প্রকল্পে কৈশোরবান্ধব সম্মননা পেলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ সাজেদা বেগম পলিন। ৩১ মে সোমবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় তাকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ বেলায়েত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ইছারুল্লাহ, মতলব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কাউছার আহমেদ হিমেল সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
জানাযায়, কৈশোরবান্ধব উপজেলা, কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টিশিক্ষা বিষয়ক উদ্ভাবনী প্রকল্পটি গত ২৯ ডিসেম্বর ২০১৯ ইং হতে অদ্যবধি সফলতার সাথে পরিচালনা করার জন্য উদ্ভাবক চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. সাজেদা বেগম পলিনকে সিভিল সার্জন সাক্ষরিত সনদপত্র এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, যেকোন প্রাপ্তি অনেক আনেক আনন্দের। এই সম্মাননা স্মারক ও সনদপত্র আমার কাজের অগ্রগতিকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। এ সম্মাননা পেয়ে আমি আমার কাজের প্রতি আরো বেশি উৎসাহিত হয়েছি। আর আমার এই প্রাপ্তি আমার একার নয়, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল স্বাস্থ্যকর্মীদের। মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি কাজকে আরো অনেক দুর এগিয়ে নিতে চাই।