জেলার জনপ্রতিনিধিদের সাথে মা ইলিশ রক্ষা কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা
এবার মা ইলিশ নিধনের সাথে জড়িত জেলেদের আইডি কার্ড বাতিল করা হবে
………..জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ মা ইলিশ রক্ষা কার্যক্রম নিয়ে চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর তীরবর্তী উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা বন্ধ করেছে সরকার । পদ্মা-মেঘনা নদীর তীরবতী চাঁদপুর এলাকায় ৬০ কিলোমিটার এ ২২ দিনে যদি একটি মা ইলিশও যাতে নিধন না হয়,তার ব্যাপারে জনপ্রতিনিধিদের কঠোর নজরদারী থাকতে হবে । চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে । ১২ অক্টোবর থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা নদী এলাকায় জনগনকে নিয়ে সভা,সমাবেশ করতে হবে । এ ব্যাপারে জনমত তৈরী করতে হবে । এ ক্ষেত্রে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিস্ট ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । প্রয়োজনে তাকে জেলে যেতে হবে । হাজত খাটতে হবে। এবারের মা ইলিশ রক্ষায় আমি চাঁদপুর ছেড়ে চলে যাবো। তারপরও চাঁদপুরের মা ইলিশ রক্ষা করবো।এ বছর যে কোন মূল্যে মা ইলিশ রক্ষায় করা হবে । এ ব্যাপারে নদী এলাকার চেয়ারম্যানদের সহযোগিতা চাই । তিনি বলেন, সরকার এ বছর প্রায় ৪২ হাজার জেলেকে ভিজিএফের মাধ্যমে ৮০ কেজি চাল ও ১হাজার টাকা দিবে ।এবারই প্রথম মা ইলিশ আগাম এ ব্যবস্থা নেওয়া হয়েছে । তাই এ বছর একটি জেলেও যাতে নদীতে নামতে না পারে তার জন্য নজরদারী বাড়ানো হয়েছে । যদি কোন জেলে তারপরও নদীতে ইলিশ ধরতে নামে তার জেলে আইডি কার্ড বাতিল করা হবে । সে কোন সরকারি সুবিধা পাবে না । তিনি বলেন গোটা বিশ্বে চাঁদপুর ইলিশ মাছ ব্র্যান্ডিং হচ্ছে । চাঁদপুরের ইলিশ আজ সিটি অব হিলশা হিসেবে স্বীকৃতি পয়েছে । এটা চাঁদপুরের জন্য অনেক গৌরবের বিষয় । আর এ অর্জন আমাদের ধরে রাখতে হবে । চাঁদপুরের ইলিশকে দেশ-বিদেশ ব্র্যান্ডিং করতে ঢাকা রেডিসন কিংবা সোনারগাঁও হোটেলে মেলার আয়োজন করবো । ওইখানে ৫০ রকম ইলিশ খাওয়ানো হবে । ওই মেলায় সরকারের সচিব,জাতীয় সম্পাদক,মিডিয়া ব্যক্তিত্ব,সাহিত্যিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ,চাঁদপুরের জনপ্রতিনিধি,বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমন্ত্রন জানাবো । মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হাই ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, , চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী,কোস্টগাঢেৃর প্রতিনিধি মোঃ মকবুল হোসেন,চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী , মতলব দক্ষিণ পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলার ফরিদা ইলিয়াছ,ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান কাশেম খান, রাজরাজেস্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী, চাঁন্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান মো. ইউসুফ, আলগী দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান জলিল মাস্টার, গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. ইসমাইল, ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত সরকার, আলগী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন দুলাল, এখলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, হানারচর ইউনিয়ন চেয়ারম্যান সাত্তার গাজী, মতলব দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের, সাদুল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হোসেন, মৎস্যজিবী মালেক দেওয়ান প্রমুখ ।