এতে সভাপতিত্ব করেন ইফার উপ-পরিচালক মোঃ আবদুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজা আহমদ শাহ্ (রহঃ) গাছতলা দরবার শরীফের পরিচালক পীরজাদা মাওঃ মোঃ খাজা যোবায়ের, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি চাঁদপুরের যুগ্ম সম্পাদক ও আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী প্রমুখ।
ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তফা কামালের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইফার কোরআন শিক্ষার শিক্ষক মাওঃ মোঃ মাহবুবুল হাসান। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন ইফার প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিন। উপস্থিত ছিলেন দেওয়ান বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শফিকুল ইসলাম গাজী, শাহতলীর পীর আনোয়ার শাহ্ (রহঃ) জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জাকির হোসেন, তরপুরচ-ী শাহী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আল-আমিন, বিষ্ণুপুর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবু বকর বিন ফারুকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ইফার প্রাকপ্রাথমিক কেন্দ্রের শিক্ষকগণ।
সম্মেলনে বক্তরা বলেন, এ দেশ হাজারও আউলিয়ায়ে কেরামের দেশ। ভারত উপ-মহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে প্রিয় নবী (দঃ) বা কোনো সাহাবী আসেন নি। বরং এখানে দ্বীন কায়েমে জীবন উৎসর্গ করেছেন আউলিয়ায়ে কেরাম। তাঁদের মধ্যে অসংখ্য ওলি আউলিয়া বাংলার প্রত্যন্ত অঞ্চলে শুয়ে আছেন। আর তাঁদের পবিত্র সমাধিস্থলকেই মাজার বলা হয়। এ সকল ওলি আউলিয়া দ্বীনের দাওয়াত নিয়ে যেখানেই অবস্থান করেছেন সেখানেই খানকাহ করেছেন। খানকার মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। বক্তারা আরো বলেন, পীর মাশায়েখ ও ওলি আউলিয়ার মাজারে ইবাদত-বন্দেগী হয়, মাজার জেয়ারত করা হয়। আর এক শ্রেণীর মাজার বিদ্বেষী লোক এসব পবিত্র কাজকে ‘মাজার পূজা’ বলে জনগণকে বিভ্রান্ত করে থাকে। তাদের উদ্দেশ্য মানুষদেরকে আল্লাহর ওলিদের থেকে দূরে রাখা। শরীয়তসম্মত এসব কর্মকা-কে ‘মাজার পূজা’ বলে অপবাদ দেয়াটাও বেয়াদবি। তবে হ্যাঁ, যারা মাজারে সিজদা করে, গান-বাজনাসহ আরো নানা শরীয়ত বিরোধী কর্মকা- করে তারা অবশ্যই ভ- এবং পথভ্রষ্ট। সে সব গর্হিত কাজ অবশ্যই প্রতিহত করতে হবে। সিজদা হচ্ছে একমাত্র আল্লাহর জন্যে। সত্যিকারে যারা হক্কানি ওলি-আউলিয়া তাঁদের মাজার জিয়ারত করে তাঁদের উসিলা নিয়ে আল্লাহর সানি্নধ্য পেতে দোয়া হয়। আর এ দোয়ার মজলিস কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও মিলাদ-কিয়ামের মাধ্যমেই হয়। তাই এসব আমল অবশ্যই শরীয়ত সম্মত এবং পুণ্যময়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাজার শরীফ ও খানকাহর তত্ত্বাবধায়কগণের সমন্বয়ে চাঁদপুর সদর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।