
সিনিয়র করেসপন্ডেন্ট: চট্টগ্রামে ইয়ং টাইগাস অনুদ্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় জয়লাভ করেছে চাঁদপুর জেলা ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোডের আয়োজনে প্রথম ম্যাচে চাঁদপুর ১৮৭ রানে কক্্রবাজারের সাথে জয়ী হয়। চাঁদপুর আজ সোমবার ২য় ম্যাচে খেলবে শক্তিশালী কুমিল্লার সাথে।
রোববার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার স্বিদান্ত নেয় চাঁদপুর। তারা ৪৭ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৬০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সব্বোচ মুকবুল পাটওয়ারী ৫৫ রান করে।
কক্সবাজার ক্রিকেট দল ২৬১ রানের জয়ের টাগেট নিয়ে মাঠে নামেন। তারা ২৭ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৭৩ রান করেন। চাঁদপুরের পক্ষে বল হাতে অনুরাগ ৫ টি উইকেট লাভ করে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান চাঁদপুরের অনুরাগ ম্যাচ সেরা নিবাচিত হয়েছেন। অনুরাগ চাঁদপুরের পক্ষে ব্যাট হাতে ৩২ রান ও ৫ উইকেট লাভ করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/