প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার মূল অভিযুক্ত মনির ও লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকা থেকে সোমবার বিকেলে তাদের গ্রেফকার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। এর আগে, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ওই হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন— পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক (২২), আলাউদ্দিন (৩২), মো. সবুজ (১৯), অজি উল্লা (৩২), ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. ইমরান হোসেন ও ফারুকের বোন একই স্কুলের ছাত্রী পপি আক্তার (১৫)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল দ্য রিপোর্টকে জানান, রবিবার রাতে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বাদী হয়ে ফারুক, লিটন ও মনিরসহ আট নামধারী এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজী এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আনা হয়।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল হানিফ জানান, ছয়জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিঙ্গাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
ওই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ওই হামলায় গুরুতর আহত চারজন কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দু’জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা রাতেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আহত শিক্ষার্থীরা জানান, স্থানীয় যুবলীগকর্মী ফারুক, লিটন ও মনিরসহ একদল যুবক শুক্রবার রাতে স্কুলে এসে ১৫ আগস্টের অনুষ্ঠান করার জন্য ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন ওই টাকা না দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে তারা লাঞ্ছিত করে। রবিবার স্কুলের শিক্ষার্থীরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুল প্রাঙ্গণে মিছিল করলে যুবলীগকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে স্কুলের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কমপক্ষে ৪০ শিক্ষার্থী আহত হন। আহতদের ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার জানান, পুলিশ চেকপোস্ট বসিয়ে সোমবার দুপুরে সাচার এলাকা থেকে পপিকে ধরা হয়েছে। সে তার মাসহ পালিয়ে যাচ্ছিল।
তিনি জানান, পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। অপরাধী সে যেই হোক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।