প্রতিনিধি =
কচুয়া উপজেলার গোহট মজুমদার বাড়িতে ঘরের সিদ কেঁটে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গোহট মজুমদার বাড়ির মৃত পরিতোষ মজুমদারের ঘরে চুরির এ ঘটনা ঘটে। সরেজমিনে আলাপকালে জানা গেছে, গোহট মজুমদার বাড়ির পরিতোষ মজুমদারের মেয়ে বিথী মজুমদারের সম্প্রতি নোয়াখালী এলাকায় বিয়ে হয়। বিথী মজুমদার বৃহস্পতিবার গোহটে তার পিত্রালয়ে বেড়াতে আসে। এ সুযোগে একদল চোর সুকৌশলে গৃহের সিঁদ কেঁটে ঘরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ২টি মোবাইল, ৩০টি দামী শাড়ি নিয়ে যায়।
এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছে। এছাড়া একই রাতে গোহট চৌধুরী বাড়ির সজির চৌধুরীর ছেলে জাওয়াদ চৌধুরীর সাইকেল ও গৃহে চুরির চেষ্টাকালে গৃহের লোকজন টের পেলে চোরের দল পালিয়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।