প্রতিনিধি
কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের গৃহবধূ সীমা রাণীকে কেরোসিনের আগুনে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামী সীমা রাণীর ভাসুর রতন চন্দ্র দাসকে (৪২) গতকাল শুক্রবার বিকেলে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। সীমা রাণীর পাষণ্ড স্বামী কেশব চন্দ্র দাসসহ মামলার অন্যান্য আসামী গ্রেফতারে জোর অভিযান চলছে বলে পুলিশ জানায়।
গত ৮ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে স্বামীর গৃহ থেকে মাত্র ১০-১২ গজ দূরে বাগানে নিয়ে সীমা রাণীকে গাছের সাথে রশি হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সীমা রাণী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি করে আসছে এলাকার সর্বস্তরের লোকজন।