আবু সাঈদঃ
ডিগ্রি ফাইনাল পরীক্ষার ফলাফলে কচুয়ার ৪টি ডিগ্রি কলেজের মধ্যে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ সাফল্যের শীর্ষে রয়েছে। কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে ১’শ ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১’শ ২৯ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে প্রথম বিভাগে কৃতকার্য হয়েছে ৪০ জন। বাকি ৩টি কলেজের ফলাফল হচ্ছে-পালাখাল রুস্তম আলী কলেজ থেকে ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৪ জন। তন্মধ্যে প্রথম বিভাগ পেয়েছে ২৪ জন। রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫২ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে প্রথম বিভাগ পেয়েছে ৭ জন। সাচার ডিগ্রি কলেজ থেকে ১৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলই কৃতকার্য হয়েছে। প্রথম বিভাগে কেউ কৃতকার্য হতে পারেনি।
এদিকে রহিমানগর, কচুয়া ও পালাখাল এ ৩টি কলেজে ৩জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ দুর্ভাগা ৩ পরীক্ষার্থীর নাম পরিচয় জানতে সচেতন মহলে যথেষ্ট কৌতুহল সৃষ্টি হয়েছে।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।