প্রতিনিধি
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে দুই কিশোরীকে ধর্ষণ করেছে চার বখাটে যুবক। গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে কড়ইয়া গ্রাম সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ধর্ষিতার পিতা বাদী হয়ে রোববার রাতে চার জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। যার নং- ১০/২০১৪খ্রিঃ।
মামলার এজাহারভুক্ত আসামীরা হচ্ছে- কড়ইয়া গ্রামের তাইজ উদ্দিনের পুত্র আঃ সালাম (৩৫), একই গ্রামের রিপন (২০), বড় হায়াতপুর গ্রামের নেপাল চন্দ্রের পুত্র বিষু (২০) ও একই গ্রামের নারায়ণ (২১)।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কড়ইয়া গ্রামের দুই কিশোরী তাদের এক চাচাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে কড়ইয়া দক্ষিণ পাড়া এলাকায় আসলে একই এলাকার চার বখাটে যুবক তাদের মুখে চাপ দিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী বিলে নিয়ে তাদের রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক মোঃ এনামুল হক সরকার জানান, ধর্ষণের খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং মামলা দায়েরের পর গতকাল রোববার চাঁদপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’ কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।