কচুয়া(চাঁদপুর)সংবাদদাতা: হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন- মো: রায়হান (১৯) ও মো: রবিউল ইসলাম (২৩) নামে মোটরসাইকেল আরোহী ২জন গুরুতর আহত হয়েছেন। আহত মো: রায়হান সুবিদপুর গ্রামের মো: দুলাল মিয়ার ছেলে ও মো: রবিউল একই গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে। এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ফেব্রায়ারি) সন্ধ্যায় ।
মোটরসাইকেল চালক গুরুতর আহত মো: রায়হানকে কুমিল্লা কুচাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, নিলামপাড়া এলাকার মোড় অতিক্রমে প্রায়ই যানবাহন দূর্ঘটনার কবলে পড়ে। এ স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করা খুবই প্রয়োজন মনে করছে এলাকাবাসী।
চাঁদপুরনিউজ/এমএমএ/