কচুয়ায় গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় দ-বিধি ১৮৬০-এর ২৬৯ ধারা অনুসারে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিদেশ থেকে আগত ব্যক্তিরা হচ্ছেন : মালয়েশিয়া প্রবাসী গৌতম সরকার ও সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম। এর মধ্যে গৌতম সরকারের ২০ হাজার টাকা ও নজরুল ইসলামের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের দু্’জনই পৌরসভাধীন মাসিমপুর গ্রামের অধিবাসী। এছাড়া একই দিন অতিরিক্ত মূল্যে চাল বিক্রি ও মূল্য তালিকা সাঁটিয়ে না রাখার অভিযোগে কচুয়া পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত ৪ চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে। চাল ব্যবসায়ীরা হচ্ছেন ওমর ফারুক, আব্দুস সাত্তার, শামছুল হক ও রেনু মিয়া সওদাগর। তন্মধ্যে ওমর ফারুকের ১০ হাজার টাকা ও অপর ৩জনের ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।