আবু সাঈদ ঃ
কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নব নির্বাচিত উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদক মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে কচুয়া পৌর ডাকবাংলো সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন, যারা পরাজয়কে সহজে মেনে নিতে পারে, ভবিষ্যতে তাদের জয় সু-নিশ্চিত। আজ যারা জয় লাভ করেছেন, আপনারা মনে রাখবেন এ জয় তৃনমূলের নেতাকর্মীদের মূল্যায়নের ফল। তৃণমূল নেতাদের মুল্যায়নের মাধ্যমে আমাদের প্রিয় নেতা কচুয়া উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীরের হাতকে শক্তিশালী করতে হবে। জয় পরাজয় বড় কথা নয় সকলে আমরার কচুয়ার ও সকলেই বাংলাদেশ আওয়ামী পরিবারের কর্মী।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।