রিফাত কান্তি সেনঃ- অবশেষে জল্পনা,কল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো কড়ৈতলী টিভি কাপ ব্যাডমিন্টন টূর্নামেন্ট ২০১৬ এর। টূর্নামেন্ট কমিটির সভাপতি জনাব আলমগীর হোসেন, হাসান,আশিক,রাসেল,জাকির এর অক্লান্ত পরিশ্রমের পর। আমেরিকান প্রবাসী আক্তার হোসেন এর সহযোগিতায় মাঠে গড়াতে চলেছে টূর্নামেন্টটি। উক্ত খেলায় প্রধান অতিথী ছিলেন জনাব হুমায়ূন কবির [ চেয়ারম্যান ৮ নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন। বিশেষ অতিথী হিসেবে ছিলেন – জনাব আলী হায়দার উজ্বল[ ইউ পি সদস্য ৮ নং পাইকপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড। উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন – এক সময়কার ক্রীয়ামদি- কড়ৈতলী উদয়ন যুবসংঘের সাবেক সভাপতি, বর্তমান কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবঃ সমরেন্দ্র মিত্র। ছিলেন সুদিপ্ত চাঁদপুরের প্রতিনিধি রিফাত কান্তি সেন। প্রধান অতিথীর বক্তিতায় জনাব হুমায়ূন কবির জানান,খেলা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য কমিটিকে যত রকম সহযোগিতা প্রয়োজন তিনি তা করবেন। প্রয়োজনের আইনের সহায়তা চাইলে সেটা ও দেওয়া হবে। বিশেষ অথিতীর বক্তব্যে আলী – হায়দার উজ্বল বলেন, কড়ৈতলীর মানুষ খেলার প্রতি আগ্রহী, ক্রীয়ানুরাগী ব্যাক্তির অভাব নেই গ্রামে। তিনি টূর্নামেন্ট কমিটিকে আরো আশ্বস্ত করেন যত রকম সহযোগিতা লাগে করবেন। এছাড়া টূর্নামেন্ট এর দ্বিতীয় প্রাইজ তিনি দিবেন বলে জানান। অনুষ্ঠানের সভাপতির বক্তিতায় জনাব সমরেন্দ্র মিত্র- ব্যাডমিন্টন খেলার নানা ইতিহাস তুলে ধরেন। তার চমকপ্রদ বক্তিতায় কিছুটা সময় মানুষকে সেই পুরোনো দিন গুলোতে ফিরিয়ে নিয়ে যান, কেনো না এক সময়কার খেলোয়ার দের মধ্যে আলমগীর দর্জি,ফারুক হোসেন,সেলিম খাঁন সহ প্রমুখ প্রবীন ব্যাডমিন্টন খেলোয়াররা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা জনাব সফিক চৌধুরী,তাফাজ্জল হোসেন পাটোয়ারী,শাহ- আলম দর্জি, ডাঃ প্রদীপ কুমার সিংহ রায় সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।। গত কয়েকটি বছর পর এমন আয়োজনে খুশি এলাকাবাসী। তারা আমাদের জানান, আমরা এলাকাবাসী খুবই ক্রীয়ানুরাগী, আমরা চাইবো টূর্নামেন্ট জেনো শান্তিপূর্ন ভাবে শেষ হয় তার সহযোগিতা করা। তবে এলাকাবাসী ব্যাডমিন্টন খেলার সাথে একটি পরিবারের সেই চিরমিলন কে ভূলেনি। স্মরন করেছেন এক সময়কার দূরন্ত খেলোয়ার গনেশ রায় ও তার পরিবারের সকল খেলোয়ারদের। এক সময় নাকি এই গনেশ ই দাপটের সাথে ব্যাডমিন্টন কে বাঁচিয়ে রেখেছিলো কড়ৈতলীর। এছাড়া উক্ত অনুষ্ঠানে কয়েকটি গনমাধ্যম এর কর্মীরা উপস্থিত ছিলেন।