চাঁদপুর সদর উপজেলা কল্যানপুর ইউনিয়নে ভূয়া জন্মনিবন্ধন তৈরি করে বাল্য বিবাহ সম্পন্ন করেছে একটি দালাল চক্র।
গত বুধবার সকল ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. মোস্তফা মিজির ছেলে রফিক হোসেন রাসেল মিজি (১৮) সাথে একই বাড়ির শাহজাহান মিজির ২য় কন্যা মোসা. সালমা আক্তারে (১৫) এর তিন লক্ষ টাকা মহোরানা ধার্য করে বাল্য বিবাহ সম্পন্ন হয়। ঘটনার বিবরনে জানাযায়, সালমা আক্তার ও রাসেল মিজির সাথে দীর্ঘ আড়াই বছর যাবত গভীর প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে বাড়ির পাশের বাগানে তারা অবাধে মেলামেশা করার সময় ঐ বাড়ির রহিমা বেগম বেবি দেখতে পেয়ে বাড়ির মানুষকে জানায়। পরে তাদের দুজনকে আটক করে গ্রাম্য পুলিশ খবর দিয়ে এনে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সারারাত থাকার পর মঙ্গলবার তাদের ভূয়া জন্মনিবন্ধন তৈরি করে বাল্য বিবাহ সম্পন্ন করা হয়। এই ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে দুই ভাগে বিভক্ত হয়ে কয়েকটি শালিস বৈঠক হয়। তাতে কোন সমাধানে না এসে বিষয়টি জটিল আকার ধারন করে। অবশেষে গতকাল ভোর ৬টায় ৯নং ওয়ার্ড মেম্বার মামুনুর রহমান তালুকার, সাবেক মেম্বার বাকিউল্লাহ তালুকদার, রহিমা বেগম বেবি ও এলাকার সচেতন মহলসহ কল্যানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আঃ মান্নান মালের স্বরনাপন্ন হলে তিনি উভয় পক্ষের সকলকে নিয়ে আলোচনা সাপেক্ষে সকলের উপস্থিতিতে তিন লক্ষ টাকা মহোরানা ধার্য করে বিবাহ কার্য সম্পন্ন করেন।