প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহ্বানে আগামীকাল ৩১ আগস্ট রোববার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করা হবে। তবে বন্যাকবলিত এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কর্তৃক ২৮ আগস্ট ঘোষিত রোববারের হরতালের প্রতি নীতিগত সমর্থন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। শনিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইনকিলাবকে নিশ্চিত করেছেন ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এম মতিন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব মাওলানা এম এ মতিনসহ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, সুন্নিয়তের অঙ্গনকে নেতৃত্বশূন্য করা এবং সত্যের আওয়াজকে স্তব্ধ করার লক্ষ্যে বিকৃত মতাদর্শী জঙ্গি বাতিলরাই আল্লামা ফারুকীকে খুন করেছে। তাই এ জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশবাসী আজ গর্জে উঠেছে। এই বর্বরোচিত হত্যার বিচারের দাবিতে আজ সবাইকে শামিল হওয়া এবং খুনিদের প্রতি ধিক্কার জানাতে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আল্লামা ফারুকীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো আজ ঈমানি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। একটু কষ্ট স্বীকার করে হলেও হরতাল সফল করে সুন্নিয়ত বিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের প্রতিরোধে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ আহ্বান জানান। তবে হরতাল চলাকালে কোন অবস্থায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোন ঘটনা যাতে না ঘটে এবং দুষ্কৃতকারীদের কেউ যাতে ধ্বংসাত্মক তৎপরতায় জড়িত হতে না পারে এ ব্যাপারে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতা কর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ। ইসলামী ফ্রন্টের জরুরি সভায় বক্তব্য রাখেন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা মসউদ হোসাইন আল কাদেরী, মাওলানা কাজী সোলায়মান চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা রেজাউল করিম তালুকদার, আজিজুর রহমান আজিজ, মুহাম্মদ আবদুল মতিন, অধ্যাপক আবু তালেব বেলাল প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।