স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী বলেছেন, সাংবাদিকদেরকে পেশাদারিত্বে ফিরে আসতে হবে। কারণ সাংবাদিকরা বাংলাদেশের সকল অর্জনের সাথে জড়িয়ে আছেন। কোন সাংবাদিক দলের কর্মী হয়ে কাজ করতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আমরা তার হাতকে শক্তিশালী করতে কাজ করছি।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওসমান গণি পাটওয়ারী।
তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকরা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমি আপনাদেরই একজন। এই করোনাকালেও আপনারা অনেক কাজ করেছেন। আশাকরি আপনারা অবশ্যই আপনাদের পেশার পরিচয় দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন।
সংগঠনের সভাপতি এম.এ.লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক মাইনুল ইসলাম এবং গীতা পাঠ করেন সাংবাদিক বিমল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানকে উপলক্ষে লেখা সংগঠনের দপ্তর সম্পাদক কবির হোসেন মিজির লেখা থিম সংগ পরিবেশন করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন প্রমূখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/