নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ফাঁকি দিয়ে ওরা গোপনে আড্ডা দিচ্ছিল পার্কে। পার্কে প্রায়ই এমন আড্ডার খবর শুনে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব তাদেরকে পাকড়াও করতে হাজির হন পার্কে। এক পর্যায়ে ২২ জনকে পাকড়াও করার পর তাদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলা সদরের অমি শিশু পার্কে।
পুলিশ জানায়, ২৬ জানুয়ারি শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আব্দুর রকিবের নেতৃত্বে একদল পুলিশ ওই শিশু পার্কে অভিযান চালায়। অভিযানে পার্কে আড্ডারত অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন ছাত্র এবং ৭ জন ছাত্রীকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ ক’জন জানান, প্রায়ই স্কুল-কলেজ চলাকালীন শিক্ষার্থীরা পার্কে এসে গোপনে আড্ডা দেয়। মা-বাবা সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু মা-বাবার চোখকে ফাঁকি দিয়ে তারা সময় কাটায় পার্কে। এই অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুর রকিব বলেন, প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সচেতনতা প্রয়োজন। নচেৎ এই সমাজ বিনষ্ট হয়ে যাবে।