মিজান লিটন
বৃহত্তর মতলববাসীর স্বপ্নের সেতু খুব দ্রুত বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। গতকাল শুক্রবার বিকেলে মতলব সেতু নির্মাণ স্থান পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, খুব শীঘ্রই মতলব সেতুর কাজ শুরু হতে যাচ্ছে। এ মাসের (ডিসেম্বর) মধ্যেই টেন্ডার হবে। টেন্ডার হলেই আগামী জানুয়ারির প্রথম দিকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরপর বিকেল ৪টায় প্রস্তাবিত ষাটনল পর্যটন কেন্দ্রের স্থান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি বলেন, মতলবের বিনোদন কেন্দ্র নেই। সরকারিভাবে ষাটনলে কোনো পর্যটন কেন্দ্র নেই। তারপরও এর উন্নয়ন করা হবে। এখানে একটি পর্যটন কেন্দ্র হলে মতলববাসীর জন্য একটি ভাল বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। এরপর ষাটনল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর-এর নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।