স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের গুনরাজদী গাজী সড়কে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করা অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে গাজী বাড়ির পুকুরে চাষকৃত মাছের মালিক হাবিব গাজীর এ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে তিনি জানায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় বলেও জানা যায়।
হাবিব গাজী জানায়, বাড়ির পুকুরটিতে প্রায় ২ বছর যাবত মাছ চাষ করছি। কয়েক দিন পূর্বে স্থানীয় জনৈক এক ব্যাক্তির সাথে আমার পারিবারিকভাবে দ্বন্ধ হয়। তখন তিনি আমাকে বিভিন্নভাবে ক্ষতির সাধন করবে বলে স্থানীয় গন্যমান্য ও এলাকাবাসীর সামনে হুমকি প্রদান করেন। শুক্রবার রাতে কোন এক সময় আমার চাষকৃত পুকুরে বিষাক্ত এ্যানডিন দিয়ে তিনি মাছ নিধন করে। শনিবার সকালে পুকুরে মাছ ভাসতে দেখে বাড়ির অন্যান্য লোকজন আমাকে বিষয়টি জানায়। পরে আস্তে আস্তে পুকুরে চাষকৃত সকল মাছগুলো ভাসতে থাকে। এতে আমার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।