ফরিদগঞ্জ সংবাদদাতা : ফরিদগঞ্জে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিশুরবন্ধ গ্রামে বাড়ির পাশের সুপারী বাগানের ডোবার কাঁদায় মাথা ডোবানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে লোকজন।
জানা গেছে, ওই গ্রামের মিস্ত্রী আ: মোতালেবের স্ত্রী দুই সন্তানের জননী শিল্পী ভোরে ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায়, ঘরের লোকজন তাকে খুজঁতে বের হয়। পরে তার লাশ ডোবায় দেখতে পায়। তবে তার বাড়ির লোকজন জানায় , সে অসুস্থ ছিল। এদিকে সংবাদ পেয়ে থানা পুুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে। এব্যাপারে থানা পুলিশের ডিউটি অফিসার জানিয়েছেন, তারা জেনেছেন মৃত শিল্পী আক্তার মৃগী রোগী ছিলেন।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।