স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়াভাঙ্গা শাহরাস্তীতে অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতোলের আয়জনে কলেজের সভা কক্ষে এক আলোচনা ও দোয়ার সভা অনুষ্ঠিত হয় আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় ।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ডা. তামজিদ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা.প্রভাংশু বিমল দাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডা.আশরাফ আলী বলেন,ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বাঙ্গালী জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদেরকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বাঙ্গালী জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের। সেদিন ঘাতকরা তিনটি বাড়িতে লক্ষ্যবস্তু করে আক্রমন করেছিল। সেদিন গৃহকর্মীসহ কেউ রেহাই পায়নি। ১৫ আগস্ট যাঁরা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ও দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ডা. আব্দুল বাসেত।এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ডা. এস.জামান পলাশ, প্রভাষক ডা. কে.জামান তিন্নি,প্রভাষক ডা. ফরিদ আহম্মেদ, প্রভাষক ডা. রাসেল তানভির, প্রভাষক ডা.এম.এইচ,মোহন,প্রশাসনিক কর্মকর্তা ডা.আলতাফ হোসেন প্রমুখ।
সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় একশত রোগীকে প্রতি বৎসরের ন্যায় বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রধান করেন কলেজের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
