স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি চিকিৎসা দিয়েছেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহা পরিচালক ও চাঁদপুরের বিশিষ্ট গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বদরুন্নাহার চৌধুরী। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি বাগাদীসহ দক্ষিণাঞ্চলের প্রায় ৭০জন গরীব রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন। ডাঃ বদরুন্নাহার চৌধুরী জানান, চাঁদপুরজমিন হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ খুবই প্রশংসার দাবীদার। এই ধরনের চিকিৎসার সুযোগ করে দেয়ায় অনেক অসহায় রোগী চিকিৎসা নেয়ার সুযোগ পেয়েছে। আয়োজনের জন্য হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকনকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, হাসপাতালাটি উদ্বোধনের পর থেকে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বহু সংখ্যক রোগীর বিনামূল্যে চিকিৎসা প্রদান করেনছেন। অসহায় ও গরীব রোগীদের জন্য এই ধরনের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।