প্রতিনিধি
শাহরাস্তি পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের দ্বিতীয় দিনে এ পর্যন্ত ৬১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গতকাল ১৫ জানুয়ারী মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আঃ লতিফ, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন – সংরক্ষিত ২নং ওয়ার্ডে জেসমিন আক্তার ও রাজিয়া সুলতানা। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ৮ নং ওয়ার্ডের মোশারফ হোসেন, ১১ নং ওয়ার্ডে মোঃ আনোয়ার হোসেন, ওহাব আলী, আবুল কাশেম, জহিরুল ইসলাম পাটওয়ারী, ৪ নং ওয়ার্ডে মহরম আলী, সাফায়েত হোসেন, ৩ নং ওয়ার্ডে শাহজাহান ও ২ নং ওয়ার্ডে গাজী মোঃ ফিরোজ।