রফিকুল ইসলাম বাবু / অভিজিত রায়॥
সারাদেশের ন্যায় চাঁদপুরে জেলায়ও শুরু হয়েছে প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা। জেলায় এবছর ১৫৪টি কেন্দ্রে ৬০ হাজার ৪শ’ ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে প্রাথমিকে ৫৩ হাজার ৬শ’ ২৬ জন ও এবতেদায়ীতে ৬ হাজার ৭শ’ ৯৬ জন অংশ নিচ্ছে। গতকাল রবিবার প্রথম দিনে ইংরেজী পরীক্ষার চলাকালীন বেলা ১২টায় জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামছুন্নাহার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রেী প্রতিটি হল রুম ঘুরে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরীক্ষার্থীদের বলেন তোমরা ভয় পেয় না সাচ্ছন্দে ভালভাবে পরীক্ষা দাও। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন হাইমচর ও ফরিদগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন বলে তিনি ফোনে জানান। উল্লেখ্য হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ’ ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০জন অনুপস্থিত ছিল অন্যদিকে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ’ ৮৮ জন পরক্ষার্থীর মধ্যে ২০ জন অনুপস্থিত ছিল।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।